শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
Homeউন্নয়নজাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় জনসচেতনতা চালাচ্ছে বাঘাইছড়ির বিজিবি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় জনসচেতনতা চালাচ্ছে বাঘাইছড়ির বিজিবি

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারিখে খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠত হয়।

শিয়ালদহ পাড়া বিওপিতে বিওপি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করা হয়। একই দিনে জুপুই পাড়ায় জুপুই বিওপি কমান্ডারের উদ্যোগেও পৃথক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রতিপক্ষ দেশ ভারত থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান কার্যক্রম প্রতিহত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, শান্তিপূর্ণ নির্বাচন ও সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: