রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
Homeচট্টগ্রাম২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা

২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা

ডেক্স রিপোর্ট:

“পাহাড়ের নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরন্তর” প্রতিপাদ্যে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী জনপদের কন্ঠস্বর হয়ে এগিয়ে যাওয়ার সংবাদ, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি বার্তা’ দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠার পর থেকে সিএইচটি বার্তা পাহাড়ের দুর্গম জনপদ, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী সংস্কৃতি, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে তুলে ধরে পাঠক মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মূলধারার গণমাধ্যমে যেসব খবর অনেক সময় গুরুত্ব পায় না, সেগুলোকে দায়িত্বশীলভাবে প্রকাশ করাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য।

সিএইচটি বার্তার সম্পাদকীয় টিমের পক্ষ থেকে জানানো হয়, “সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের কথা দেশ-বিদেশের পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

দুই বছরের পথচলায় স্থানীয় সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের সমন্বয়ে সিএইচটি বার্তা একটি সক্রিয় সংবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিয়মিত সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাহাড়ি জনপদের বাস্তব চিত্র তুলে ধরছে পোর্টালটি।

তৃতীয় বর্ষে পদার্পণের এই সময়ে সিএইচটি বার্তা পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: