রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
Homeঅপরাধসাজেকে বনবিভাগের কার্যালয় ভাংচুর ও লুটপাটসহ এক বনরক্ষী আহত

সাজেকে বনবিভাগের কার্যালয় ভাংচুর ও লুটপাটসহ এক বনরক্ষী আহত

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বনবিভাগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় ইউপিডিএফ, এ ঘটনায় আশরাফুল আলম নামে এক বনরক্ষি মারাত্মক ভাবে আহত হয়েছে।

ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। রবিবার দুপুরে সাজেকের মাচালং একুইজ্জাছড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে উঠা অবৈধ স্থাপনা বনবিভাগের জায়গা থেকে উচ্ছেদ করতে গেলে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে সংঘবদ্ধ ভাবে লাঠি সোঠা নিয়ে বনবিভাগের কর্মীদের উপর আক্রমণ করে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা।

পরে তারা মাচালং বাজারে বনবিভাগের কার্যালয়ে আক্রমণ করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় আশরাফুল আলম নামে এক বনরক্ষিকে অপহরণ করার চেষ্টা চালায়।

সংবাদ পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ইউপিডিএফ এর অপহরণের হাত থেকে বনরক্ষি আসরাফুল আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী সন্ত্রাসীরা পরে গাছ কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাজেক সড়কে যানচলাচল চলাচলে বিঘ্ন ঘটায়। এতে সাজেকে বেড়াতে আসা শতশত পর্যটক ও সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার মেয়ের বিয়েতে আসা অতিথিরা আটকে পরে।

সংবাদ পেয়ে সেনাবাহিনী সড়কের গাছ সড়াতে গেলে হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা সেনাবাহিনীর সাথে চরমভাবে অনাকাঙ্ক্ষিত ব্যাবহার করে উসকানি দিতে থাকে। ইউপিডিএফ পরিচালিত সিএইচটি নিউজ সহ বিভিন্ন আইডি ব্যাবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা বানোয়াট পোপাকান্ডা ছড়ায় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে ।

সেনাবাহিনী ইউপিডিএফ এর পাঁতা ফাঁদে পা না দিয়ে কৌশলে সড়ক থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শতাধিক লোককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি শিকার করে বলেন এই ধরনের ঘটনা খুবই দুঃখ জনক এখানে বহিরাগত লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে, মামলা হলে প্রশাসন আইনগত পদক্ষেপ নিবে।

এদিকে সাজেক বন বিভাগের কর্মকর্তারা জানান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বনের জমিতে ইউপিডিএফ স্কুল এর নামে জমি দখল করে স্থাপনা তৈরি করছে এর আগে বহুবার নিষেধ করা হয়েছে, বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে তারপর ও ইউপিডিএফ বনের জমিতে জোরপূর্বক অবৈধ স্থাপনা তৈরি করছে। আজ বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় কার্যালয় ভাংচুর চালায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাজেক থানার ওসি জানান মামলা হলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: