ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার

0
41

।।রুমাবার্তা ডেস্ক।।

ঢাকা উত্তর সিটির অপসারিত মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মাদপুর থানা পুলিশ।

জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরায় নিহত হন মো. ফজলুল করিম (২৮) নামের এক পোশাককর্মী। এ ঘটনায় তিনি আতিকুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছিলো।

২৭ সেপ্টেম্বর তাকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান।

ভাতিজা-ভাগিনাসহ আত্মীয়-স্বজনকে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) পরিবারিক একটি সিন্ডিকেটে পরিণত করেছিলেন সদ্য সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসির ছোট-বড় সব খাত থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লুটপাট থেকে বাদ যায়নি বস্তি উন্নয়নের টাকাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here