২ দফা দাবিতে বান্দরবান আদালতে কর্মচারীদের কর্ম বিরতি পালন

0
43

হ্লাসিং থোয়াই মারমা।।বান্দরবান।।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা ও অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবিতে বান্দরবানে কর্ম বিরতি পালন করা হয়েছে।

৫ মে (সোমবার) সকাল ৯:৩০ থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত দুই ঘণ্টা বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীরা নিজ নিজ আদালত চত্বরের সামনে এই কর্মবিরতি পালন করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসান জানান, ২০১৮ সাল থেকে উল্লিখিত দুটি দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে দাবি তোলা হয়। সর্বশেষ ২০২৫ সালের ৭ জানুয়ারি জেলা থেকে জেলা জজের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল।

এ সময় তিনি দ্রুত সময়ে সরকারকে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

কর্মবিরতি চলাকালে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রধান উপদেষ্টা সামির হোসাইনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্য, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here