সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Homeআলাপন১৩ সেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে বান্দরবানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

১৩ সেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে বান্দরবানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে”—এ স্লোগানে পর্যটন নগরী বান্দরবান শহরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ও জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় উদ্বুদ্ধ করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে চলা এ কর্মসূচির আওতায় কানা পাড়া গোল্ডেন টেম্পল মন্দির হতে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকাগুলোর ময়লা-আবর্জনামুক্ত করা হয়।

এছাড়াও বাজার এলাকা, বিদ্যালয় প্রাঙ্গণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ কর্মসূচিতে জেলার ১৩ টি সামাজিক-সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণসহ শতাধিক মানুষ অংশ নেয়। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চলমান প্রচারণায় পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন অংশগ্রহনকারীরা।

ইসমাইল ও আবু বক্কর সিদ্দিক নামে আরো দুই তরুণ বলেন, আজকে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আমরা জনগণকে একটাই বার্তা দিতে চাই যে বান্দরবানকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো এটা আপনার, আমার এবং সকলের।

এমন উদ্যোগ পর্যটন নগরী বান্দরবানে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: