১১ জাতিগোষ্ঠীর অংশগ্রহণের শুরু বান্দরবানে সাংগ্রাই উৎসব

0
71

হ্লাসিং থোয়াই মারমা।।বান্দরবান।।

বর্ণাধ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়েছে মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব মাহা সাংগ্রাই পোয়েঃ। সাংগ্রাই গানের সুরের মাতোয়ারা বান্দরবান।

রোববার (১৩ এপ্রিল) সকালে এ উপলক্ষে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শেষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে (কেএসআই)। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জানা যায়, বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশে চড়া এবং শেষ তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রীয় পানি বর্ষণ বা জলকেলি।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণী হ্লা এসাইন বলেন, নতুন বছরে যেন সুখ শান্তি বিরাজ করুক আমাদের দেশে। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে।

বান্দরবান সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ সভাপতি চুনুমং মারমা জানান, আজ রবিবার সকাল ৭টায় ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে সাংগ্রাই বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বর্ষবরণ উৎসব সাংগ্রাইয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ৭ দিনব্যাপী সাংগ্রাই উৎসবে রয়েছে, সমবেত প্রার্থনা, বৌদ্ধ মন্দিরে মন্দিরে ভান্তে (ধর্মীয় গুরুদের খাবার দান) ছোয়াইং দান, ৩ দিনব্যাপী জলকেলি উৎসব, পিঠা তৈরি, বৌদ্ধমূর্তি স্নান, হাজারো প্রদীপ প্রজ্বালন, বয়স্ক পূজা এবং সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পার্বত্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমরা উৎসাহ-উদ্দীপনায় একযোগে কাজ করছি। বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য একসঙ্গে এগিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here