স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তবর্তীনকালীন সরকারকে সময় দেওয়া উচিত : হাসনাত আব্দুল্লাহ 

0
44

সাইফুল ইসলাম।।রামগড়।।

গণ-অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হতে হবে, ফ্যাসিষ্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধংস করে দেয়া হয়েছে। ১১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে। হাসিনার  দোসররা এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি টাউন হলে গণঅভ্যুত্থানের প্রেরনায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎও  ছাত্র-নাগরিক সমাজের মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বযক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এসময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে আর  বলেন, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সকল স্থরে ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারকে সময় দেয়া উচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানকে পূজি করে যারা আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান; তাদেরকে এই সুযোগ আর দেয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here