সেনা রিজিয়ন আয়োজনে ফুটনবল টুর্ণামেন্ট, ১ গোলে দুলাচান পাড়া চ্যাম্পিয়ন

0
6

থানচি প্রতিনিধি।। 

বান্দরবানে থানচি রুমা দুই উপজেলার সীমান্তের ৩০টি গ্রামে বাসিন্দাদের বিগত ৩০ বছর ধরে সেনাবাহিনী সুরক্ষা করে যাচ্ছে। এছাড়াও ৩০টি গ্রামে বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থা, সন্ত্রাসী কার্যকলাপের নিরুৎসাহী করণ,শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা,স্বাস্থ্য সেবা, ঐতিহ্যবাহী সাংস্কৃতি সুরক্ষা,যুবাদের খেলাধুলা,বিনোধনসহ শান্তি সম্প্রীতি বজায় রাখা লক্ষ্যে মাস ব্যাপী আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগীতা অংশ হিসেবে নানান সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর।

শুক্রবার সকালে দুলাচান পাড়া মাঠে আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠিত হয়।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাইপাড়া সাবজোন আয়োজনের প্রতিযোগীতা সমাপনি দিনের খেলায় দুলাচরণ পাড়া একাদশ ০১ গোলে চ্যাম্পিয়ন ও কুংহ্লা পাড়া একাদশ ০ গোলের রানারআপ ট্রফি সাথে চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার ও রানারআপ দলকে নগদ ৫ হাজার মোট  ১৫০০০ টাকার মূল্য মানের প্রাইজমানি প্রদান করা হয়।

প্রতিযোগীতা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং  প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় পুরস্কৃত হন।

সমাপনী দিনে বাকলাই পাড়া সাব জোনের অধিনায়ক মেজর মেজর সাদী, ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মইন,ল্যাপ্টেন্যাল মামুন সহ কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  গত ৫ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here