
বান্দরবান প্রতিনিধি।।
প্রত্যন্তঞ্চলে দূর্গম পাহাড়ের প্রতিটি কাজে সেনাবাহিনী সাথে আনসার বাহিনী নিভিড় সম্পর্ক রয়েছে। ফলে বিভিন্ন স্থানে আভিযানিক হিসেবে আনসার সদস্যরাও কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের দায়িত্ব অবদান রেখে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরে হোটেল হিলভিউ কনভেনশন হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশে প্রধান অতিথি থেকে এই মন্তব্যে রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিওসি, পিএসসি।।
এর আগে জেলা সমাবেশে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিওসি, পিএসসিসহ অতিথি বৃন্দরা।
প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল বলেন, বেসরকারি, সরকারী, ইউনিয়ন গ্রামসহ প্রতিটি পর্যায়ের আনসার বাহিনী সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও এই বাহিনী ভূমিকা রাখবে বলে আশ্বাস রাখেন।
সমাবেশে শেষে জেলা ও উপজেলার ৬৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে সাইকেল, ছাতা ও অনান্য পুরষ্কার তুলে দেন অতিথিরা।
সমাবেশে জেলা প্রশাসক শামিম আরা রিনি সভাপতিত্বে আনসার ব্যটালিয়নে পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার, গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোতালিব হোসেনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।