সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দীঘিনালায় পিসিপির প্রতিবাদ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন

0
77

উপজেলা প্রতিনিধি, দীঘিনালা:

খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙ্গামাটিতে ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর সেটেলার বাঙ্গালীদের কর্তৃক হামলা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী ও শহীদদের স্মরণে খাগড়াছড়িতে বিভিন্ন এলাকায় পাহাড়ী ছাত্র পরিষদ, পিসিপির উদ্যোগে প্রতিবাদ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর নিউজিল্যান্ড, মাটিরাঙ্গা,পানছড়ি দিঘীনালাসহ পৃথক পৃথক ভাবে এই কর্মসুচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলা ও হত্যাকান্ডের ১ বছর পূর্ণ হলেও হামলাকারী ও হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সভা থেকে অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় দাবী জানানো হয়। যদি অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না হয় তাহলে পাহাড়ের ছাত্র সমাজ ভবিষ্যতে কঠিন-দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সেটেলার বাঙ্গালি কর্তৃক সাম্প্রাদায়িক হামলায় নিহত হন ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা নিহত হন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here