মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeজাতীয়সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

আজ রোজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারি বিজয়ী  শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মেজর মো: আবু নাঈম খন্দকার, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল, বাঘাইহাট জোন।

এসময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা আমাদের শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি মন বিকাশে সহায়তা করে। ভবিষ্যতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে করার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা ও পাশে থাকতে বাঘাইহাট জোন সর্বদা বদ্ধপরিকর।শিক্ষার্থীদের শিক্ষার্জনে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, বাঘাইহাট জোন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক, সাজেক অদ্বিতী পাবলিক স্কুল, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা (কালা কচু), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা,  স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, কাঠ মালিক সমিতি সভাপতি আনোয়ার হোসেন পিচ্চি,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ , স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকগণ।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: