মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeআইন আদালতসাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে বাঘাইহাট সেনাবাহিনী জোন

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে বাঘাইহাট সেনাবাহিনী জোন

মোঃ মহিউদ্দিন।। বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং দূর্গম  সাজেক ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় অসুস্থ স্থানীয় তিন শতাধিক জনসাধারণ এর মাঝে বাঘাইহাট সেনাবাহিনী জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারী দিনব্যাপী মাচালং বাজার ও আশপাশ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী (৬ই বেঙ্গল) বাঘাইহাট জোন এর আয়োজনে, জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি এর দিক নির্দেশনায় বিনামূল্যে উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন এর মাচালং আর্মি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর তানভীর আহমেদ খাঁন এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ই বেঙ্গল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এমবিবিএস, এএমসি।

স্থানীয় জনসাধারন সেনাবাহিনীর এ সকল জনকল্যানমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে। ভুক্তভোগী সাধারণ জনগণ বলেন আমাদের এই এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ঔষধের জন্য ভুক্তভোগী হতে হয়।

এসময়ে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি বলেন, এই এলাকাটিতে কোন হাসপাতাল ও চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে  চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ঔষধ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় চিকিৎসা সেবায় সাহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: