
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যা কবলিত অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি অর্ধশতাধিক হতদরিদ্র এবং দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ- সভাপতি রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মোঃ ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন -” বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমরা দল,মত,জাতির উর্দ্ধে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে সংকল্পবদ্ধ। বাঘাইহাট জোনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে এবং উন্নয়ন মূলক অবকাঠামো নির্মানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অত্র জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।