সাজেকে বজ্রপাতে আহত নলেনটি ত্রিপুরার পাশে বিজিবি

0
42

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেকে বজ্রপাতে আহত নলেনটি ত্রিপুরা (২৬) মূমুর্ষ অবস্থায় চিকিৎসা সেবা দিয়েছে ৫৪ বিজিবি বাঘাইহাট জোন।

মঙ্গলবার ২০ মে দুপুরে সাজেকের দুর্গম নিউথাংনাক পাড়ায় বজ্রপাতে নলেনটি ত্রিপুরা, দুই সন্তানের জননী বিধবা নারী মারাত্মক ভাবে আহত হয়। দুর্গম পাহাড়ে হাসপাতাল বা ক্লিনিক না থাকায় বিনা চিকিৎসায় মূমুর্ষ অবস্থায় দীর্ঘক্ষন কাতরাচ্ছে।

সংবাদ পেয়ে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী ওয়ারলেস বার্তার মাধ্যমে দ্রুত নিউথাংনাক বিওপি ক্যাম্প কমান্ডারকে চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

এর পর রোগীকে দ্রুত বিজিবির বিউপিতে আনতে বলা হলে রাস্তা না থাকায় এক ঘন্টা পায়ে হেঁটে বাঁশে ঝুলিয়ে নিয়ে আসে, বিজিবি সদস্যরা তাদের সর্বোচ্চ সহায়তা দিয়ে তাকে চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউথাংনাক পাড়ার স্থানীয়রা বলেন, পাহাড়ের চিকিৎসা সেবায় বঞ্চিত হাজারো মানুষের স্বাস্থ্য সেবার ভরসা বিজিবি। তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু দূর্গম এলাকা ও সড়ক যোগাযোগ ব্যাবস্থা না থাকায় উপজেলা সদর হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here