সাজেকে আটকে পড়া পর্যটক ফিরেছেন

0
21

।।রাঙামাটি প্রতিনিধি।। 

টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকরা নিজেদের গন্তব্যে ফিরে এসেছে।

পানি কমে আসায় বুধবার (৩ জুলাই) বেলা ১১টার পর থেকে পর্যটকরা সাজেক ছাড়তে শুরু করে বলে জানিয়েছেন সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা।

তিনি জানান, মঙ্গলবার বিকালের পর থেকে বৃষ্টিপাত কমেছে। এতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি নামতে শুরু করেছে। বাঘাইহাট সড়কে পানি কমে আসায় সাজেকের পর্যটকরা নিজেদের গন্তব্যে রওনা হয়েছে।

টানা বৃষ্টিতে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদীর পানি বেড়ে যায়। এতে পাহাড়ি ঢলে সোমবার রাতে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার এলাকা ও মাচালং বাজার এলাকার সড়ক ডুবে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়ে সাত শতাধিক পর্যটক।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, ‘গঙ্গারাম মুখে সড়কের কিছু অংশ এখনও পানিতে ডুবে আছে। ওই স্থানে নৌকায় পার হয়ে যেতে হচ্ছে। বর্তমানে সাজেকে কোনো পর্যটক নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here