সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
7

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলো বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

রোজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সাজেক পর্যটন কেন্দ্রে গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার কথা বিবেচনা করে সাজেকে বসবাসরত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি, অধিনায়ক ৬-ইষ্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার।

এসময় উপস্থিত ছিলেন, সাজেকের রিসোর্ট মালিক সমিতির সদস্য ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ।

এসময় জোন কমান্ডার বলেন,পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য এই বিপদের সময় এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here