সাংবাদিকতা আত্মপ্রকাশ; রুমার কাঠ ব্যবসায়ীর সমিতির সাধারন সম্পাদক

0
32

ডেক্স রিপোর্ট।।

বান্দরবানে রুমা উপজেলার কাঠ ব্যবসায়ীর সমিতির সাধারন সম্পাদক পিপলু মারমা এখন সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করেছে সাংবাদিকতা পরিচয়। সম্প্রীতি এক গাছের কেরানী উজ্জ্বলকে নিয়ে ফরেস্ট ইউনির্ফম পরিধান করার নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ করার পিছনে তিনিও (পিপলু) একজন মাস্টার প্লেন্ট। তিনি নিজেই উজ্জ্বলকে (কেরানী) হয়রানী করার জন্য বিভিন্ন ফেসবুক ও মেসেনজারে পাঠিয়েছিলেন। কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম না হওয়ায় এখন রুমার স্থানীয় সাংবাদিক দুইকে চাঁদাবাজির নামে হয়রানী শুরু করেছে।

আজ সোমবার (৭জুলাই) অনলাইন নিউজ পোর্টাল দর্পন টিভি নামে এক প্রতিবেদনের নিজস্ব নাম দিয়ে আত্মপ্রকাশ করেছে।

তবে স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন আসলে কি তিনি সাংবাদিক নাকি গাছ ব্যবসায়ী? তার কোন সাংবাদিকতা সার্টিফিকেট রয়েছে কি-না? তিনি যে বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছে ঠিকই কোন প্রেস ক্লাবের যুক্ত আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদার সাংবাকিদের মুখে, কয়েকজন বা চেনে সাংবাদিকতা পরিচয়ে।

স্থানীয়দের প্রশ্ন, তিনি (পিপলু) একজন পেশাদার গাছ ব্যবসায়ী। তিনি রাতারাতি সাংবাদিক হয়ে গেলেন কিভাবে? তার কোন প্রেস আইডি কার্ড আছে কি?

রুমার স্থানীয় সাংবাদিক বান্দরবানে জেলা প্রতিনিধি প্রবীন গনমাধ্যমকর্মী ও জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এটিএন বাংলা চ্যানেলে জেলা প্রতিনিধি মিনারুল হক’র সাথে এ বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পিপলু মার্মা নামে কোন সাংবাদিককে চেনি না। সে যদি সাংবাদিক হয়ে থাকে তাহলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here