‘সরকার যেখানে পৌঁছাতে পারে না, এনজিও সেখানে পৌঁছে গেছে’

0
12

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলে নানান কারণে অনেকসময় সরকার পৌঁছাতে পারে না। সরকার যেসব অঞ্চলে পৌঁছাতে পারে নাই সেখানে এনজিও পৌঁছে গেছে। পৌঁছে গিয় মানুষের উন্নয়নের জন্য কাজ করছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় বালাঘাটা বিএনকেএস কনফারেন্স হলরুমে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ সহযোগিতায় অর্গানাইজেশন ফর উইমেন এন্ড চিল্ড্রেন ডেভেলপমেন্ট (বিএনকেএস) এর আয়োজনে জেলা পর্যায়ে সরকারী-বেসরকারী ও প্রথাগত হেডম্যান, কারবারী এবং অংশীজনদের সাথে মতবিনিম সভায় প্রধান অতিথি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধু রাম ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছেন। এই সব প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও সরকার যেভাবে কাজ করে যাচ্ছে ঠিক তেমনি বিভিন্ন এনজিও কর্মকর্তারও কাজ করে যাচ্ছেন। সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ইন্টারন্যাশনাল এনজিও ও স্থানীয় এনজিও-র অবদান রেখেছেন।

তিনি আরো বলেন, সারা বিশ্বে যারা জুমচাষ করছে তারা বেঁচেও মৃত। এই পেশা থেকে বেরিয়ে আসতে হবে। এই পেশা থেকে অনেকেই বেরিয়ে এসে বাগান করছেন। এইসব অর্জন সরকারের পাশাপাশি এনজিও-র অবদান রয়েছে।

এ মতবিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা, জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্য সিং শৈ মার্মা, হেডম্যান উনিংহ্লা মার্মা, মানবাধিকার কর্মী অংচমং মার্মা ও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন  এনজিও কর্মকর্তা, বিভিন্ন মৌজার হেডম্যান ও পাড়ার কারবারি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here