
সাইফুল ইসলাম, রামগড়:
খাগড়াছড়ি -ফেনী আঞ্চলিক মহাসড়কের রামগড় থেকে সোনাইপুল বাজার পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর )সকালে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী, পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় এর সামনে সচেতন নাগরিক ব্যানারে এলাকাবাসী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে সচেতন নাগরিকরা জানান রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সোনাইপুল বাজার পর্যন্ত আঞ্চলিক এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই ব্যাপারে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মহিন উদ্দিন হারুন, সহ আরো অনেকে,এসময়ে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।