জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা প্রকল্প কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে জেলার ৩০ জন যুব প্রতিনিধি অংশ নেন। শনিবার (২৬ অক্টোবর ২০২৪) থেকে শুরু হওয়া এ আয়োজন শেষ হয় সোমবার (২৮ অক্টোবর) মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে সনদ বিতরণের মাধ্যমে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, “নিজস্ব সংস্কৃতি রক্ষা করতে হবে এবং অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে। একটি দেশ তখনই সুন্দর হয়, যখন সংস্কৃতি বজায় থাকে। আমাদের দেশে সম্প্রীতির জন্য নিজের সংস্কৃতির পাশাপাশি অন্যের সংস্কৃতিকেও শ্রদ্ধা জানানো প্রয়োজন। সাইবার বুলিংয়ের শিকার হলে অবশ্যই প্রশাসনকে অবহিত করতে হবে।”
এসময় অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে, সংস্থার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার (এমএন্ডআরও) মিহির কান্তি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা জানান, “কাউকে পিছনে ফেলে সামনে এগোনো সম্ভব নয়। তাই সকলকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে যুব সমাজের অংশগ্রহণ প্রয়োজন। তাহলেই আগামীর বাংলাদেশ হবে সুন্দর।”