শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ

0
18

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি||

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে আজ বুধবার (৯ জুলাই) দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় তাকে পরিষদের কর্মকর্তারা ও সদস্যরা ফুলের শুভেচ্ছা জানান। জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পূর্বের ঘটনাবলীতে, গত মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে শেফালিকা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এর এক দিনের মাথায় শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ও ১৪ জন সদস্য নিয়ে পুনর্গঠন করা হয় অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। তিনদিন পর ১০ নভেম্বর নব নিযুক্ত সদস্যদের নিয়ে দায়িত্ব গ্রহণ করেন জিরুনা ত্রিপুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here