শিক্ষার্থীর মুখে হাসি ফোটাতে শিক্ষা উপকরণ বিতরণ করলো ‘মানবতার তারুণ্য’

0
18

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

বাঘাইছড়িতে দশম শ্রেণির শিক্ষার্থী জরিদা আক্তার-এর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার তারুণ্য”।

সোমবার ৫ই জুলাই বিকাল ৪ ঘটিকায় উপজেলার টিএনটি কলোনি এলাকায় জরিদার হাতে গাইড, গ্রামার বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

জরিদা কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারে আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পক্ষে প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি সংগঠনের নজরে এলে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেয়া হয়।

এ বিষয়ে “মানবতার তারুণ্য”-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর স্বপ্ন কখনো থেমে থাকতে পারে না শুধুমাত্র বইয়ের অভাবে। জরিদার মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত। সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।

সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক বলেন, আমরা বাঘাইছড়ির প্রতিটি অসহায়, সম্ভাবনাময় শিক্ষার্থীর পাশে দাঁড়াতে চাই। জরিদা আমাদের এই কার্যক্রমের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক
কার্যক্রম অব্যাহত রাখবো।

এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনের পরিচালক বৃন্দরা।

তারুণ্যের শক্তি, মানবতার পথে — এই মূলমন্ত্রে বিশ্বাসী সংগঠনটি এর আগেও অসহায়দের মাঝে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here