সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবান্দরবানআলিকদমশারদীয় দুর্গোৎসবে আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাচিং প্রু...

শারদীয় দুর্গোৎসবে আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাচিং প্রু জেরী

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরী।

‎পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপে উপস্থিত সকলকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং পূঁজা উদযাপন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সনাতনী ধর্মালম্বী মানুষের পাশে ছিল এবং থাকবে। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় আলীকদম উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।

‎এসময় উপস্থিত ছিলেন আলীকদম কেন্দ্রীয় হরি  মন্দির ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বিপ্লব শর্মাসহ স্থানীয় সনাতনী ধর্মালম্বীরা।

‎অন্যান্যের মধ্যে আরও উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনছার আহমেদ,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা হেডম্যান, ২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান ও বিএনপি নেতা অংহ্লাচিং মার্মা, বিএনপি নেতা মাস্টার মনঞ্জর আলম,উপজেলা শ্রমিক দলের নেতা সুরত আলম ও নুরুল আবছার ছোটনসহ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎কেন্দ্রীয় হরি মন্দিরে ১ শত জনকে বস্ত্র বিতরন করেন এবং পরিদর্শন শেষে সাচিং প্রু জেরী পূজা মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: