
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরী।
পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপে উপস্থিত সকলকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং পূঁজা উদযাপন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সনাতনী ধর্মালম্বী মানুষের পাশে ছিল এবং থাকবে। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় আলীকদম উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বিপ্লব শর্মাসহ স্থানীয় সনাতনী ধর্মালম্বীরা।
অন্যান্যের মধ্যে আরও উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনছার আহমেদ,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা হেডম্যান, ২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান ও বিএনপি নেতা অংহ্লাচিং মার্মা, বিএনপি নেতা মাস্টার মনঞ্জর আলম,উপজেলা শ্রমিক দলের নেতা সুরত আলম ও নুরুল আবছার ছোটনসহ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় হরি মন্দিরে ১ শত জনকে বস্ত্র বিতরন করেন এবং পরিদর্শন শেষে সাচিং প্রু জেরী পূজা মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
