বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
Homeআন্তর্জাতিকলামায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

লামায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

মো. ইসমাইলুল করিম, লামা:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুপ্রক সহ-সভাপতি তানফিজুর রহমানের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির কাজী মো. ইব্রাহীম এবং লামা থানা উপ-পরিদর্শক নওফেল বিন আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, সভার সভাপতিত্ব করেন দুপ্রক লামা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বক্তব্যে বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা, যা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণদের সততা ও নৈতিকতার ওপর। তারুণ্যের শক্তিই পারে আগামীর শুদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ নির্মাণ করতে। সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং এর সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে দুর্নীতি দেখলে প্রতিবাদ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: