
জেলা প্রতিনিধি, বান্দরবান :
পার্বত্য জেলা বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক’সহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার (১৩ জানুয়ারী) রাত ২টায় লামা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়ায় অবস্থিত আসামী কাইংপা মুরুং (৪৯) এর বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করে মৃত রাংলাই মুরুং-এর ছেলে কাইংপা মুরুং (৪৯)-কে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং-এর বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ ইং,জিআর নং-১৩৮/২০০২, ধারা-১৯(ক), অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ-১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৯/২০০২, ধারা-৪(১), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলতবি ছিল।
এই ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় মামলা নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ ইং, ধারা- The Arms Act, 1878-এর ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
