রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
Homeবান্দরবানলামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অর্জন করলো...

লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অর্জন করলো প্রথম স্থান

মো. ইসমাইলুল করিম, বান্দরবান:

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত পার্বত্য জেলার বান্দরবানের ও লামায় কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ব্যান্ডবাদনে এক মনোমুগ্ধকর নৈপুণ্যময় পরিবেশনা প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টারা। বরাবরের মতো এবারও তারা চট্টগ্রাম, বান্দরবান জেলা ও লামা উপজেলায় কুচকাওয়াজ ও ডিসপ্লে-তে ১ম স্থান এবং ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার অর্জন করে।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুলের ৩১জন মেয়ে শিক্ষার্থী এবং তারা প্যারেডে বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ূন কবির (সিএমপি), ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার চট্টগ্রাম মোহাম্মাদ নাজির আহমেদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা।

বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন) প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করে এবং দৃষ্টিনন্দন ডিসপ্লে (১৩০জন) প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীরা অর্জন করে ১ম স্থান, সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান তাছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লামা উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজরে প্যারেড বড় (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন) প্রাথমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করে কোয়ান্টাম। এবং দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীদের সাফল্যের অবস্থান প্রথম সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কামাল।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এবার তিনটি কুচকাওয়াজ, দুটি ডিসপ্লে ও দুটি ব্যান্ডবাদন সর্বমোট ৪৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগ, বান্দরবান ও লামা উপজেলা পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানরে অংশগ্রহণর মাধ্যমে দেশপ্রেম ও শৃঙ্খলার এক অনন্য প্রদর্শনীর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে।

কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনীতে কোয়ান্টাম শিক্ষার্থীরা নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা, সুনিপুণ ও মনোমুগ্ধকর ব্যান্ডবাদনের মাধ্যমে বিজ্ঞ বিচারকদের দৃষ্টিআকর্ষণ করে। বিশেষ করে তাদের পরিবেশিত দেশাত্ববোধক গানের সুরণের সাথে ব্যতিক্রমী ব্যান্ডবাদনা ও শারীরিক অঙ্গভঙ্গির নান্দনিক উপস্থাপনা হাজার হাজার দর্শকদের মনে এক আনন্দানুভূতির উচ্ছ্বাসের অনুরণন সৃষ্টি করেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: