লামায় ইটভাটা গুড়িয়ে দিয়ে বৃক্ষরোপণ

0
59

বিশেষ প্রতিনিধি।। বান্দরবান।।

মহামান্য হাইকোর্টের আদেশে বান্দরবানের লামা উপজেলায় একাধিক অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে সেখানে বৃক্ষরোপণ করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনব্যাপী লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে বুধবারও একই এলাকায় অভিযান চালানো হয়েছিল।

মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ১৫৮৯২/২৩ এর নির্দেশনা অনুযায়ী, বুধবার ফাইতং ইউনিয়নে অবস্থিত EBM ও 7BM নামের অবৈধ ইটভাটা গুড়িয়ে সেখানে বৃক্ষরোপণ করা হয়। একই নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার একই ইউনিয়নের UBM, SBW, MBI ও NRB ইটভাটাগুলো ধ্বংস করে বৃক্ষরোপণ করা হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, গত দুই দিনে মোট পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলো গুড়িয়ে দেয়া হয়েছে এবং সেখানে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here