লামায় আজিজ নগর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

0
46

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে লামা ও বান্দরবান সদর থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট চারটি মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম আরো জানান, বান্দরবান পুলিশের একটি অভিযানিক দল চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে চেয়ারম্যান জসিম উদ্দিনকে আটক করে। পুলিশের টিম বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। তারা বান্দরবানে ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here