লংগদুতে মানবিক সহায়তা অব্যাহত থাকবে: জোন অধিনায়ক

0
11

উপজেলা প্রতিনিধি।। লংগদু।।

রাঙ্গামাটির লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০ পরিবারের সদস্যদের হাতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

রবিবার (১০ আগস্ট) দুপুরে লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি’র উপস্থিতিতে মাইনীমুখ ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থানরত বন্যাদুর্গতদের মাঝে ভাত, মাছ, ডালসহ রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সেনাবাহিনীর সহযোগিতা তাদের দুর্ভোগ অনেকটা লাঘব করে। একই সঙ্গে তারা জনদুর্ভোগ কমাতে সময়মতো পানি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লে. ছিদ্দিকুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here