
বেলাল হোসেন।।লংগদু।।
“নেতিবাচকতা থেকে মুক্ত তরুণ সমাজই গড়বে উন্নত বাংলাদেশ”—এই শপথে রাঙামাটির লংগদু উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শপথ পাঠ, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজি এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও নানা পেশাজীবীর অংশগ্রহণে মিলনায়তন ছিল প্রাণবন্ত।
বক্তারা বলেন, “বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের তরুণ সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী দিনে জাতিকে উপহার দেওয়া হবে নতুন ভিশন—নতুন বাংলাদেশ। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব।”
আলোচনা শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব ঋণ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ করা হয়, যা স্থানীয় তরুণদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।