লংগদুতে প্রশাসনের অভিযানে আবারও দুইটি ইটভাটা বন্ধ

0
47

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

মহামান্য হাইকোর্টের আদেশে রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের অভিযানে আবারও বন্ধ করে দেয়া হয়েছে দুইটি ইটভাটা। এর আগেও কয়েক দফায় এই অবৈধ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করলেও তারা কার্যক্রম চালিয়ে আসছিলো।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করে কে,বি,এম ও এল,বি,এম এই দুইটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেন। এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

উল্লেখ্য এরআগেও কয়েক দফায় এই অবৈধ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করেন স্থানীয় প্রশাসন। গত ১১ জানুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মামলা নং-১২০৪/২০২২ ও ১৩৭০৫/২০২২ এর আদেশ অনুযায়ী ২টি ইটভাটায় ইটপ্রস্তুত ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সে সময় কে,বি,এম ও এল,বি,এম ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি দুই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন,কে,বি,এম ও এল,বি,এম দুইটি ইটভাটায় যৌথভাবে অভিযান চালানো হয়েছে‌। এ সময় ইটভাটায় ব্যবহৃত চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here