আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্দ্যেেগে জাতীয় সমাজসেবা দিবস পালিত।
আজ (২ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে লংগদু উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে মুক্ত আলোচনায় হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন,গাতাছড়া মাদ্রাসা সুপার মাওলানা ফোরকান আহম্মেদ, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা ইখলাস মিয়া খাঁন,লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লক্ষে জনহিত করার কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা কাজ করে যাচ্ছে।
এসময় সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে দুইটি সেলাই মেশিন, এগারটি শীতবস্ত্র কম্বল, ক্ষুদ্রঋণ, ও প্রতিবন্ধীদের পরিচয় পত্র সুবর্ণ নাগরিক কার্ড এবং ভাতার বহি বিতরণ করা হয়।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী, সুবিধা প্রত্যাশী ও ভাতাপ্রাপ্ত নারী,-পুরুষ উপস্থিত ছিলো।