শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Homeঅপরাধলংগদুতে খাদ্যবান্ধব চাল জব্দ: ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

লংগদুতে খাদ্যবান্ধব চাল জব্দ: ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

আরাফাত হোসাইন, লংগদু :

রাঙামাটির লংগদু উপজেলা সদরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়। অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি টহলদল প্রশাসনকে সহায়তা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি চাল অপব্যবহার-বাণিজ্যের অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: