লংগদুতে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

0
21

আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।

রাঙামাটির লংগদু উপজেলায় অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”। “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি জেলার উপপরিচালক মোঃ মনিরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসরাফিল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা উদ্যান তত্ত্ববিদ কর্মকর্তা আসিফ মাহমুদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরভ সেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। তিনি কৃষিনির্ভর বাংলাদেশের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, নারী ও যুব উদ্যোক্তৃত্ব, এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ে বাস্তবমুখী আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মসূচিতে লংগদুর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক, কৃষাণী, যুব উদ্যোক্তা ও স্থানীয় উন্নয়ন কর্মীরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি কৃষির নতুন ধারণা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক আয়োজন কৃষিক্ষেত্রে স্থায়িত্ব, উদ্ভাবন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here