নিজস্ব সংবাদদাতা।। রোয়াংছড়ি।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন কর্তৃক স্থানীয় রোয়াংছড়ি কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করণ ও দেশের সেবায় নিয়োজিত হয়ে সেবাদানের লক্ষ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রধান করেন। উক্ত কর্মশালা সমাপ্তিতে মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধিতে অনুপ্ররণা করেন। কর্মশালার শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর, প্রভাষক উহাইসিং মারমা,মংচসিং মারমা। এছাড়া কলেজের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।