
নিজস্ব প্রতিবেদক।।রোয়াংছড়ি।।
বান্দরবানের রোয়াংছড়িতে ২৬ মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা সূর্য উঠার সঙ্গে সঙ্গে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোয়াংছড়ি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজে প্রভাষক ও শিক্ষার্থী বৃন্দের।
পরে সকাল ১০টা দিকে প্রভাষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজের সভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইিতিং।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক নৌহ ত্রিপুরা,তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, ইংরেজী বিভাগের প্রভাষক নিরুপন চাকমা, ফিন্যান্স বিভাগের প্রভাষক চাইসাইমং মারমা, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এছাড়া কলেজের শিক্ষার্থীদের অনুষ্ঠানের অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন ২৬ মার্চ হচ্ছে আমাদের গৌরবের মাস। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অর্জন করছে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি।