রোয়াংছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

0
74

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে (৩ সেপ্টেম্বর) রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস প্রাঙ্গণ থেকে র‍্যালীটি বের হয়ে বাজারে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আনন্দ মিছিলটি শেষ করেন।

র‍্যালীতে এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় বান্দরবান জেলা আহবায়ক কমিটির সদস্য শৈসাঅং মারমা হেডম্যান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাবু মংহাই নু মারমা, সাবেক বাবু চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মংকোয়াইচিং মারমা ও বাবু ক্যসাইনু মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাবু অংশৈচিং মারমা এবং বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাবু হাইনুমং মারমা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।

রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্র মং মারমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উত্তম তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিংনুমং মারমা এবং মহিলা দলের সাবেক সভানেত্রী মিসেস চিং ম্রা উ মারমা, ক্য থুই মারমা আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল রোয়াংছড়ি উপজেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here