শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeখেলারোমাঞ্চকর ফাইনালে বিলাইছড়ি রাইংখ্যাং একাদশের জয়ধ্বনি

রোমাঞ্চকর ফাইনালে বিলাইছড়ি রাইংখ্যাং একাদশের জয়ধ্বনি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:

রাঙ্গামাটি জেলার রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে  শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হলো ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিকাল ৩টায় জমকালো আয়োজনে শুরু হয় ফাইনাল ম্যাচের অনুষ্ঠান। শিক্ষার্থীদের ডিসপ্লে এবং বান্দরবানের ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পুলং বাজনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন। উৎসবমুখর পরিবেশে সবাই খেলা উপভোগ করেন।

ফাইনালে সব দলকে হারিয়ে মুখোমুখি হয় গত আসরের চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ ও বরগাঙ কিংস। নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি।পরে টাইব্রেকারে বরগাঙ কিংসকে ৪–২ গোলে হারিয়ে বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ দ্বিতীয়বারের মতো পরপর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সাবেক এমপি উষাতন তালুকদার, আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল চাকমা, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

ফাইনাল খেলায় বেস্ট প্লেয়ার সমর জয় তঞ্চঙ্গ্যা – জার্সি নাম্বার ৮, টুর্ণামেন্ট ওফ দ্যা বেস্ট প্লেয়ার গোলরক্ষক জনি মার্মা, সেরা/ সর্ব্বচ্চ গোলদাতা অজান্ত চাকমা-জার্সি নাম্বার ১০.তার গোল সংখ্যা – ৭ পেনাল্টি বা টাইব্রেকারে একটিসহ।

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, টুর্ণামেন্ট  মোট ২৪: টি দল অংশগ্রহণ করেছিলেন ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: