
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের রুমা উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলে তিন সদস্যকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছে।
গত বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা সেচ্ছাসেবক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ কার্যকর জানানো হয়।
বহিষ্কারকৃতরা হলেন, রুমার সদর ইউনিয়নে হাতিমাথা পাড়ার বাসিন্দা চসিংনু মারমা, থানা পাড়ার বাসিন্দা শৈসিংমং মারমা ও আশ্রম পাড়ার বাসিন্দা মংমং মারমা।
সংগঠনের আহবায়ক অংথোয়াইচিং মার্মা জানান, বহিষ্কৃত সদস্যরা দীর্ঘদিন ধরে সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। বিষয়টি কয়েক দফা সতর্ক করা হলেও তারা আচরণ সংশোধন না করায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
সংগঠনের সদস্য সচিব সিংমং মার্মা জানিয়েছে, তাদের বিরুদ্ধে অনিয়ম, তথ্য গোপন এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ ছিল। এ ঘটনায় অন্যান্য সদস্যদের মধ্যে শৃঙ্খলা রক্ষার বিষয়ে সচেতনতা আরও বাড়বে বলে আশা করছেন।
স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
