রুমার গুদামে ভিডব্লিউবি চাল শূন্য : দুই মাসের চাল আত্মসাতের অভিযোগ চার ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে

0
131

ডেস্ক রিপোর্ট।।

বান্দরবানের রুমা উপজেলার চার ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে।

জানা গেছে, ২০২৩ – ২০২৪ অর্থবছরে ভিডব্লিউবি সুবিধাভোগীদের জন্য ছয় মাসের চাল বরাদ্দ থাকলেও, বাস্তবে দেওয়া হয়েছে মাত্র চার মাসের চাল। বাকি দুই মাসের (মে – জুন) চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ রাওজান জানিয়েছেন, “ছয় মাসের চাল বরাদ্দ অনুযায়ী প্রত্যেক চেয়ারম্যানের নামে ডিও (ডেলিভারি অর্ডার) ইস্যু করা হয়েছে। তবে শুনেছি তারা কেবল চার মাসের চাল বিতরণ করেছে। বাকি দুই মাসের চাল দ্রুত বিতরণের জন্য আমরা নির্দেশ দিয়েছি।”

ভিডব্লিউবি কার্ডধারী ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “আমাদের ছয় মাসের চাল পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র চার মাসের চাল পেয়েছি, তাও ১০ কেজি করে কম দেওয়া হয়েছে।” বাকি দুই মাসের চাল কবে নাগাদ দিবে তা আমাদেরকে বলেনি চেয়ারম্যানরা।

এদিকে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উচনু বলেন, “গুদামে ছয় মাসের চাল জুন মাসের আগেই আসছিল এবং সব চাউল জুন মাসের ৩০ তারিখের মধ্যেই চার ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যানরা ছয় মাসের ডিও সই করে বুঝে নিয়েছেন। তারা ঐ চালগুলো ভোক্তাভোগীদের না দিয়ে কি করে ফেলেছে তা আমার জানা নাই।

স্থানীয়দের দাবি, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

চার ইউপি চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, খুব শীঘ্রই বিতরণ করা করে দিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বকেয়া চালের বিষয়টি সকল ইউপি চেয়ারম্যানদেরকে এ মাসের মধ্যে বিতরণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here