রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeরাজনীতিরুমায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ সম্মেলন

রুমায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় রুমা বম কমিউনিটি হল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা  করেন রুমা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ চৌধুরী।

আলোচনা সভায় সভাপতি করেন জগদীশ বড়ুয়া আহ্বায়ক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলা শাখা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান  পার্বত্য জেলা  ঐক্য ফ্রন্টের সদস্য সচিব মিথুন কান্তি দাস এবং সদস্য মিঠু আচার্য্য।

সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ি ও সমতলের সব সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য রক্ষায় ঐক্য পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিতে রূপান্তরিত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জগদীশ বড়ুয়া, সদস্য সচিব মিথুন কান্তি দাস, এবং রুমা উপজেলার স্থানীয় নেতা বিশ্বজিৎ তংচগ্যা।

সম্মেলনে উপজেলার বিভিন্ন পাড়া থেকে আগত কারবারি, হেডম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: