উবাসিং মারমা।।রুমা।।
বান্দরবানে রুমা উপজেলার গরীব-দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রুমা সাংগু সরকারি কলেজ মাঠে-৯ ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে রুমা উপজেলায় চান্দা হেডম্যান পাড়া,পাইন্দু হেডম্যান পাড়া,সায়াগ্র পাড়া,ছাইপো পাড়া,সদরঘাট,মাদ্রাসা ও এতিমখানাসহ প্রায়-২শত-৮০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে লে.কর্নেল এ বি এম শাহ রেজা ( পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, যারা শীতকালে গ্রামাঞ্চলে কষ্ট পায়, তাদেরকে কম্বল বিতরন করতে বিজিবি’র মহাপরিচালক আন্তরিক সদিচ্ছা পোষণ করেছেন। তারই ধারাবাহিকতায় উক্ত এলাকায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটা কোন অনুদান না, বিজিবির পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ। আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে সম্মানিত হবেন বলে জানিয়েছে।
এ সময় উপস্হিত ছিলেন রুমা ব্যাটালিয়ন-৯ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ রফিকুল ইসলাম,২নং সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ময়ুর উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।