রুমায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছে কম্বল

0
1

রুমা প্রতিনিধি।। 

প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। রুমা উপজেলার এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে রুমাবার্তা নিউজ পোর্টালে ভারপ্রাপ্ত সম্পাদক ও অগ্রবংশ অনাথআলয়ের পরিচালক উ নাইদিয়া থের।

গত রোববার (২ ফেব্রুয়ারি) সকালে শীতার্ত বয়স্ক, বিধবা ও ছিন্নমূল মানুষের মাঝে ১শত কম্বল বিতরণ করে । শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছে কম্বল। কম্বল বিতরণে সদর ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, রুমাবার্তা উপদেষ্টা নুমংসিং মারমা, পাড়ার গণমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

নাইদিয়া ভান্তে জানান, শীত আসার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছি আমরা। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছি।

তিনি আরো বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে অনেকের মুখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here