রুমায় শিক্ষা সামগ্রী বিতরণ ও হরি মন্দিরে ৯ বিজিবির আর্থিক অনুদান

0
95

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বুধবার সকাল ১১টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের ৪৭৬ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭০২৫ লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সু-নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

শিক্ষা সামগ্রী বিতরণ শেষে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য ব্যাটালিয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এর আগে তিনি রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে রুমা উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবি সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, এ ধরনের কার্যক্রম সীমান্ত অঞ্চলের শিক্ষার প্রসার, ধর্মীয় সহাবস্থান এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here