রুমায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় যুব দলের উদ্যোগের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের -৩ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা শুরুতে -৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদ্‌যাপন ও মিলনমেলার আয়োজন করা হয়।

আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগের এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি রুমা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মায়াকুঞ্জ হোটেলের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মায়াকুঞ্জ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম বম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মংক্যচিং মারমা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উচহ্লা মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লাল লিয়ান সম সাইলুক,উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক মোঃ মোক্তার কামাল,চিংসাথোয়াই মারমা(বিপ্লব),জনমনি ত্রিপুরা,উপজেলা মহিলা দলের সভানেত্রী ঙৈনুচিং মারমা,উপজেলা কৃষক দলের আহ্বায়ক উক্যমং মারমা,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সারাফাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা,বান্দরবান জেলা ছাত্র দলের সহসভাপতি উতওয়ং মারমা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সিংমংহ্লা মারমা,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব অংবাচিং মারমা,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জন ত্রিপুরা,কোকোসিং মারমাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির উচহ্লা মারমা বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন ও যুবদলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার প্রতীক। তাঁর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দর্শনই আজকের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, আদর্শ ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করছে।

তিনি আরো বলেন,বাংলদেশ জাতীয়তাবাদী যুবদল সেই আদর্শের ধারক ও বাহক হিসেবে জাতির সংকটকালে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, সংবিধানিক শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যুবদলকে আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ—তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি আধুনিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই দেশের স্বার্থে যুবদলের নেতাকর্মীদের আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

উপজেলা যুব দলের আহ্বায়ক লালকিম বম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ও মতপার্থক্য পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করা এখন সময়ের দাবি। তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিবেদিত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমাদের সামনে বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ— দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। এজন্য প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা। সকল নেতাকর্মীকে দলীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সংগঠনের শক্তি ও সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের -৩শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।