
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুয়ালপী পাড়া সংযোগ সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কবির হোসেন (৪৭)। তিনি ভ্রামণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা। জানা গেছে, তিনি বর্তমানে চট্টগ্রামের একজন গাইড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,গত-১৩ জানুয়ারি সকালে মোহাম্মদ কবির হোসেন মুয়ালপি পাড়া ডিস্কি বিক্রি করা উদ্দেশ্য যান। এতে হঠাৎ অসুস্থ হয়ে সড়কের ওপর লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে,তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ-১৪ জানুয়ারি সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত রুমা থানায় পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ বিষয়ে রুমা থানার ইনচার্জ মানস বড়ুয়া জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ কবির হোসেনের মৃত্যু হয়েছে। মরদেহে কোনো ধরনের আঘাত বা সহিংসতার আলামত পাওয়া যায়নি।”
পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
