
স্টাফ রিপোর্টার:
বান্দরবান রুমা উপজেলার রুমা জোনের তত্ত্বাবধানে ৩৬ বীর মুয়ালপি পাড়া সেনা ক্যাম্পের উদ্যেগে বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ও ৫ তারিখ সকালে দুইদিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন রুমা জোনের অধিনায়ক লে: কণেল মেহেদী হাসান, এসবিপি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: সোহাগ মিয়া সজীব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দু’দিন ব্যাপি এই চিকিৎসা সেবা ক্যাম্পিং এ দুর্গম পাহাড়ি পাড়ার দুস্থ, অসুস্থ এবং অসহায় শিশু, নারি, পুরুষ মোট ৯২ জন কে চিকিৎসা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
জানা গেছে, চিকিৎসার জন্য আসা বম সম্প্রদায়ের দরিদ্র জনগণ জোন কমান্ডারের সাথে মন খুলে কথা বলেন। পাড়ার ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা সমাধানে এবং সাহায্যের জন্য অনুরোধ করেন। পাড়া বাসির সাথে আলোচনা শেষে জোন কমান্ডার সকল প্রকার সমস্যার সমাধান সহ ব্যক্তিগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে।
