রুমায় ভয়াবহ অগ্নিকান্ডে মংশৈপ্রু পাড়ার বৌদ্ধ বিহার পুড়ে ছাই

0
101

উবাসিং ও অংবাচিং মারমা রুমা।।

বান্দরবানের রুমায় দুর্গম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মংশৈপ্রু পাড়ার বৌদ্ধ বিহারসহ ইউনিসেফ পুড়ে ছাই হয়েছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ১নং পাইন্দু ইউনিয়নের মংশৈপ্রু পাড়া গ্রামে এই অগ্নিকান্ড ঘটনাটি হয়।

গ্রামবাসীরা জানান, গ্রামের লোকজন হঠাৎ বিহারে আগুন দেখে চিৎকার করে উঠে। পরে সেই আগুনে বৌদ্ধ বিহারে ভিতরে থাকা বুদ্ধমূর্তিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে বিহারে পাশে থাকা ইউনিসেফ( পাড়াকেন্দ্র) পুড়ে যায়। পরে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সেব্যাপারে জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লাখ টাকা বলে ধারণা করছে গ্রামবাসীরা।

ওই গ্রামে বাসিন্দা উম্যাওয়াই মারমা বলেন, আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সেটা জানা যায়নি। হঠাৎ করে গ্রামবাসীরা আগুন বলে চিৎকার করলে গিয়ে দেখেন বৌদ্ধ মন্দির অর্ধেক আগুনের পূড়ে ছাই হয়ে গেছে। বিহারে পাশে থাকা ইউনিসেফও পুড়ে গেছে। তবে গ্রামের কোন ঘর পূড়েনি বলে জানান তিনি।

পাইন্দু ১নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মংছো মারমা বলেন, মংশৈপ্রু পাড়া গ্রামটি নদীর ওপারে। গ্রামবাসীরা জানিয়েছে আগুনে বৌদ্ধ বিহারসহ সবকিছু পূড়ে ছাই হয়ে গেছে। এখন আগুন নিভিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ কাল বিস্তারিত বলা যাবে।

রুমা বিদ্যুৎ বিভাগে আবাসিক প্রকৌশলী তারিকুল রহমান রাসেল বলেন, বিদ্যুতের শর্ট সাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেনি। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সে ব্যাপারেও জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি পরবর্তীতে এলাকাবাসীর অনুরোধে আবার বিদ্যু সরবরাহ করেছি, আশা করছি কোন দুর্ঘটনা ঘটবে না।

রুমা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো: আরিফ হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি মংশৈপ্রু গ্রামে আগুনের ঘটনা ঘটেছে। নদীর ওপারে হওয়াতেই যাওয়া সম্ভব হয়নি। আগুন নিভিয়ে গেছে বলে এলাকাবসীরা জানিয়েছে। কাল ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here