
স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলার মহান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বড়ুয়া সম্প্রদায় সকলে মুসলিম সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
আজ রোববার সকালে (১১মে) রুমা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুভেচ্ছা বিনিময়কালে শিশু কিশোরদের মাঝে কেক বিতরণ করেন।
উক্ত আয়োজনে সম্প্রীতি বন্ধন অটুট রাখার লক্ষে রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুজাইফা মাহমুদ গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন রুমা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জনাব খলিলুর রহমান বাজার কমিটির কোষাধ্যক্ষ জনাব সাধন বড়ুয়া মুসলিম ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন শাওন বিহার পরিচালনা কমিটির সভাপতি রাখাল বড়ুয়া ও সাধারণ সম্পাদক অন্জন বড়ুয়া ও জাবালুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন প্রমূখ।